আর্থিক বাজারের কার্যাবলী ।। Functions of Financial Markets
আর্থিক বাজারঃ Financial Markets
সাধারণভাবে আর্থিক বাজার হচ্ছে এমন একটি প্রক্রিয়া বা ব্যবস্থা যা কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের সমষ্টি, যেখানে অর্থ ও বিভিন্ন আর্থিক সম্পদ কেনা-বেচা হয় । উদ্বৃত্ত শ্রেণি তাদের টাকা বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখে বা ঘাটতি শ্রেণি কর্তৃক সৃষ্ট বিভিন্ন আর্থিক সম্পদ ক্রয় করে তাদের টাকা বিনিয়োগ করে । অপর দিকে ঘাটতি শ্রেণি বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহন করে বা বিভিন্ন আর্থিক সম্পদ বিক্রি করে তাদের প্রয়োজনীয় টাকা সংগ্রহ করে । এই ঋণ প্রদান বা গ্রহণ বা আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় একটি নির্দিষ্ট প্রক্রিয়া বা ব্যবস্থার মাধ্যমে কোন স্থানে হতে পারে বা একটি যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমেও হতে পারে । এই নির্দিষ্ট স্থান বা যোগাযোগ নেটওয়ার্ককেই আর্থিক বাজার বলা হয় ।
Financial market in general is a process or system that is the sum of some individuals and organizations, where money and various financial assets are bought and sold. The surplus class deposits their money in various banks or financial institutions or invests their money by purchasing various financial assets created by the deficit class. The deficit class, on the other hand, collects the money they need by borrowing from various banks or financial institutions or by selling various financial assets. This lending or receiving or buying and selling of financial assets can take place anywhere through a specific process or arrangement or even through a communication network. This particular place or communication network is called financial market.
আর্থিক বাজারের কার্যাবলীঃ Functions of Financial Markets
একটি সম্পূর্ণ ও দক্ষ আর্থিক বাজার বিভিন্ন ধরনের কার্যসম্পাদন করে, যা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ত্বরান্বিত করে । আর্থিক বাজারের সম্পাদিত বিভিন্ন কাজের মধ্যে নিম্নের কার্যাবলীগুলো প্রধান-
A complete and efficient financial market performs a variety of functions, which accelerates the economic development of a country. The following are the main functions performed in the financial market-
১. সম্পদ সংগ্রহ
২. সম্পদ বিতরণ
৩. তারল্যের সামঞ্জস্যকরণ
৪. বিনিয়োগ সুবিধা
৫. সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি করা
৬. মুদ্রানীতি ও আর্থিক নীতি বাস্তবায়নে সহযোগিতা
৭. শিল্পায়নে সহযোগিতা করা
৮. কর্মসংস্থান সৃষ্টি করা
৯. বিদেশি পুঁজি আকর্ষণ করা
১০. কার্যক্রম দক্ষতা বৃদ্ধি
১১. স্থায়ী আয়ের ব্যবস্থা করা
১২. সরকারি তহবিল সরবরাহ
১. সম্পদ সংগ্রহঃ
আর্থিক বাজার তার বিভিন্ন প্রতিষ্ঠান ও অন্যান্য অংশগ্রহনকারীর মাধ্যমে দেশের উদ্বৃত্ত শ্রেণির কাছ থেকে অর্থ ও বিভিন্ন আর্থিক সম্পদ আহরণ ও সংগ্রহ করে । বাণিজ্যিক ব্যাংক গুলো তার বিভিন্ন সঞ্চয়ী হিসাবের মাধ্যমে জনগণের অলস নগদ উদ্বৃত্ত সংগ্রহ করে । এ ছাড়া স্টক এক্সচেঞ্জ, বিনিয়োগ ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন কোম্পানির শেয়ার ও বন্ড বিক্রি করে জনগণের উদ্বৃত্ত অর্থ সংগ্রহ করে ।
২. সম্পদ বিতরণঃ
সম্পদ সংগ্রহের পর আর্থিক বাজার এই সম্পদ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ।ঠানের মধ্যে চাহিদা অনুযায়ী বিতরণ করে । যারা এই অর্থ নেয়, তারা ঘাটতি শ্রেণি হিসেবে পরিচিত । বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ গ্রহণ করে, আবার বিভন্ন কোম্পানি প্রাথমিক বাজারের মাধ্যমে শেয়ার ও ডিবেঞ্চার বিক্রি করে অর্থ সংগ্রহ করে ।
৩. তারল্যের সামঞ্জস্যকরণঃ
অনেক সময় বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বল্প সময়ের জন্য অর্থ উদ্বৃত্ত হয় । এসব অর্থ এমন স্থানে বিনিয়োগ করা দরকার হয়, যেন তা অতি অল্প সময়ের মধ্যে ফেরত পাওয়া যায় । আর্থিক বাজার বিভিন্ন স্বল্পমেয়াদি বিনিয়োগ সুবিধা সৃষ্টি করে স্বল্পমেয়দি ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের পথ সুগম করে । ফলে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের তারল্য সামঞ্জস্যকরন সম্ভব হয় ।
৪. বিনিয়োগ সুবিধাঃ
আর্থিক বাজার ঘাটতি শ্রেণি ও উদ্বৃত্ত শ্রেণির তহবিলের মধ্যে সমন্বয়সাধন করে বিনিয়োগকারীদের ও ঋণগ্রহীতাদের জন্য বিনিয়োগ সুবিধা সৃষ্টির মাধ্যমে তাদের আর্থিক উন্নয়নে সহায়তা করে । ফলে সুষ্ঠু বিনিয়োগের মাধ্যমে সার্বিক আর্থিক উন্নয়ন ত্বরান্বিত হয় ।
৫. সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি করাঃ
সঞ্চয় বৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শুক্ত । বিনিয়োগ সুবিধা সৃষ্টির ফলে এবং তার যথাযথ ব্যবহারের মাধ্যমে সমাজের সব শ্রেণির মধ্যে সঞ্চয় বৃদ্ধির আগ্রহ সৃষ্টি হয় । কারণ বিনিয়োগ, আয় ও সঞ্চয়ের মধ্যে একটা প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান ।
৬. মুদ্রানীতি ও আর্থিক নীতি বাস্তবায়নে সহযোগিতাঃ
যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন ঐ দেশের মুদ্রানীতি ও আর্থিক নীতি সুষ্ঠুভাবে প্রণয়ন এবং তার বাস্তবায়নের ওপর নির্ভরশীল । এ কাজটি করার দায়িত্ব ওই দেশের আর্থিক বাজারের ওপর ।
৭. শিল্পায়নে সহযোগিতা করাঃ
শিল্পায়নের জন্য প্রয়োজন স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি তহবিলের । এ তহবিল সরবরাহের উৎস হচ্ছে আর্থিক বাজার । আর্থিক বাজারের অন্যতম প্রধান কাজই হচ্ছে শিল্পায়নের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে তা সরবরাহ করা ।
৮. কর্মসংস্থান সৃষ্টি করাঃ
শিল্পায়নের মাধ্যমে ব্যবসায়িক উন্নয়ন এবং দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধির মাধ্যমে কমংসংস্থান সৃষ্টি করা সম্ভব । আর্থিক বাজারের কাজ হলো তহবিল সরবরাহ করে শিল্পায়ন, ব্যবসায়িক কর্মকান্ড ও অন্যান্য কর্মকান্ডে তহবিল যোগান দেওয়া এবং তার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করার জন্য কর্মসংস্থান সৃষ্টি করা ।
৯. বিদেশি পুঁজি আকর্ষণ করাঃ
বর্তশান ব্যবসায় বাণিজ্যের সীমারেখা শুধু দেশের অভ্যন্তরে সীমাবদ্ধ নয় । আন্তর্জাতিক পরিমন্ডলে এর বিচরণ । তাই দেশীয় পুঁজি যেমন আন্তর্জাতিক ব্যবসায়ে ব্যবহৃত হয়, তেমনি বিদেশি পুঁজিও একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে । বিশেষ করে আমাদের দেশের অর্থনীতিতে । এই বিদেশী পুঁজি এ দেশে আকর্ষণ করার ক্ষেত্রে আমাদের আর্থিক বাজারের একটি বিশেষ ভূমিকা রয়েছে ।
১০. কার্যক্রম দক্ষতা বৃদ্ধিঃ
মূলধন বাজারের উপস্থিতি বিনিয়োগ কার্যক্রমের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে । যেমন- একটি কার্যকরী মূলধন বাজারে লেনদেন ব্যয় সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে, যা বাজারে লেনদেনগত প্রতিযোগিতা রক্ষায় সহায়তা করে ।
১১. স্থায়ী আয়ের ব্যবস্থা করাঃ
মূলধন বাজার ক্ষুদ্র ও বৃহৎ বিনিয়োগকারীদের স্থির আয়ের নিশ্চয়তা প্রদানের মাধ্যমে তাদের সঞ্চয় প্রবণতাকে বৃদ্ধি করতে সহায়তা করে ।
১২. সরকারি তহবিল সরবরাহঃ
মূলধন বাজারের মাধ্যমে সরকারও বিভিন্ন প্রয়োজনে টাকা সংগ্রহ করতে পারে ।
সর্বপরি, আর্থিক বাজার হলো একটি দেশের অর্থনৈতিক চালিকা শক্তির প্রধান । আর্থিক বাজার মাধ্যম হিসেবে সকল প্রকার অর্থনৈতিক কর্মকান্ড পরিচালিত করে ।
0 Comments
Thank you for commenting