Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

About US

About US

Finance & Banking 

 ফিন্যান্সএন্ডব্যাংকিং


About Us

 

এই সাইটটি হচ্ছে ফিন্যান্স এবং ব্যাংকিং সংক্রান্ত ব্লগ সাইট । এই ব্লগে ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক সকল অর্থায়ন বিষয়ে আলোচনা করা হয় ।

This site is a blog site related to finance and banking. This blog discusses all personal and institutional financing.

 

ফিন্যান্স বা অর্থায়ন বিষয়টি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় তথা সার্বিক দৈনন্দিন কর্মকান্ডে অর্থ ও অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ । জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে আমাদের সর্বদা আর্থিক সিদ্ধান্তের মুখোমুখি হতে হয় । তাই অর্থ সংক্রান্ত বিষয়কে বাদ দিয়ে জীবনের কিছুই চিন্তা করা যায় না । 

Finance is a very important issue right now. Money and financing are very important in personal, family, social and state as well as overall daily activities. In almost every area of ​​life we ​​always have to face financial decisions. So nothing in life can be thought of except money.

 

 

প্রাচীনকালে মানুষ তাদের উদ্বৃত্ত অর্থ উপাসনালয়, ব্যবসায়ী, স্বর্ণকার, মহাজন প্রভৃতির শ্রেনীর লোকের কাছে নিরাপত্তার জন্য জমা রাখত । আবার প্রয়োজনে সেখান থেকে উত্তোলন করত । একসময় জমা গ্রহনকারীরা দেখল তাদের হাতে প্রচুর অর্থ উদ্বৃত্ত থাকে । তাই আমানতের একটি অংশ জমা রেখে বাকি অর্থ ঋণ হিসেবে বিনিয়োগ করার চিন্তা করলো । পরবর্তীকালে আমানত গ্রহণ, ঋণদান, অর্থ উত্তোলন প্রবৃতি কাজ নির্বিঘ্নে সম্পাদনের জন্য হাতে লেখা রসিদের ব্যবস্থা চালু করল । তখন থেকে ব্যাংক ব্যবস্থা ব্যক্তিক পর্যায়ে না থেকে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে । প্রথম দিকে ব্যাংক ব্যবস্থা একক মালিকানার ভিত্তিতে থাকলেও পরবর্তীকালে অংশীদারি, যৌথ মূলধনি কারবার হিসেবে প্রতিষ্ঠিত হয় । একসময় রাষ্ট্র তার নিজের অধীনে মুদ্রাবাজার নিয়ন্ত্রণ, নোট ও মুদ্রা প্রচলনে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠায় এগিয়ে আসে । এক পর্যায়ে বৃহদায়তন ব্যাংকিং সুবিধা জনগণের কাছে পৌছে দিতে শাখা ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটে । 

In ancient times, people used to deposit their surplus money in temples, merchants, goldsmiths, moneylenders, etc. for security. Again, if necessary, he would lift from there. Once the depositors saw that they had a lot of money in their hands. So he thought of depositing a portion of the deposit and investing the rest as a loan. Later, he introduced the system of handwritten receipts for smooth operation of deposits, loans and withdrawals. Since then, the banking system has taken an institutional form, not at the individual level. Initially the banking system was based on sole proprietorship but later it was established as a partnership, joint venture business. At one time the state came forward to establish a central bank to control the money market, issue notes and currency under its own control. At one stage branch banking system was introduced to provide massive banking facilities to the people.

আমরা চাই আমাদের ব্লগ থেকে যে কোন ভিজিটর যেন উপকৃত হয় । দৈনন্দিন জীবনে ফিন্যান্স এবং ব্যাংকিং সংক্রান্ত সমস্যা গুলি সমাধান করতে পারে । 

Post a Comment

0 Comments