ফিন্যান্সের ধারণা II What is FInance
অর্থায়ন বা ফিন্যান্স কি ? What is Finance
ফিন্যান্স বা অর্থায়ন বিষয়টি বর্তমোনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় তথা সার্বিক দৈনন্দিন কর্মকান্ডে অর্থ ও অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ । জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে আমাদের সর্বদা আর্থিক সিদ্ধান্তের মুখোমুখি হতে হয় । তাই অর্থ সংক্রান্ত বিষয়কে বাদ দিয়ে জীবনের কিছুই চিন্তা করা যায় না । সংকীর্ণ অর্থে অর্থ বলতে শুধু ব্যাংকে জমা অর্থকে বোঝানো হয়ে থাকে । ব্যবসায়িক অর্থে অর্থ বলতে নগদ অর্থ ছাড়াও অর্থাকারে প্রকাশিত আরো অনেক বিষয়কে বোঝায় । অর্থয়ান বলতে আমরা অর্থ সংগ্রহকে বুঝে থাকি এবং এটি হচ্ছে অর্থায়নের একটি সংকীর্ণ ধারণা ।
Finance is a very important issue in the present. Money and financing are very important in personal, family, social and state as well as overall daily activities. In almost every area of life we always have to face financial decisions. So nothing in life can be thought of except money. Money in the narrow sense means only the money deposited in the bank. In the business sense, money means many other things besides money. By finance we mean fundraising and it is a narrow concept of financing.
ব্যাপক অর্থে অর্থায়ন হচ্ছে অর্থ সংগ্রহ এবং সংগৃহিত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কাজ । বর্তমানে উন্নত, আধুনিক ও পরিবর্তনশীল এই বিশ্বের সাথে খাপ খাইয়ে আধুনিক শিক্ষার বিষয় হিসেবে অর্থায়ন ও আর্থিক ব্যবস্থাপনার আওতায় প্রয়োজনীয় অর্থের পরিমাণ নির্ণয়, উৎসসমূহ শণাক্তকরণ ও সেগুলোর বিভিন্ন শর্তসমূহ বিবেচনা করে অর্থ সংগ্রহ এবং এই সংগৃহীত অর্থকে সঠিক উপায়ে ব্যভহার করার মাধ্যমে সঠিক উদ্দেশ্য অর্জনের বিষয়াবলি অন্তর্ভূক্ত হয়েছে । কোন নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় অর্থের পরিমান নির্ণয়, উক্ত অর্থের সম্ভাব্য উৎসসমূহ খুঁজে বের করা, বিভিন্ন উৎসের শর্তাবলি বিবেচনা করে অর্থ সংগ্রহ করা এবং সংগ্রহিত অর্থের সঠিক ব্যবহার করার প্রক্রিয়াকে অর্থায়ন বলে । সংক্ষেপে বলা যায়, সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য অর্জনের জন্য টাকা নিয়ে খেলা করার কলাকৌশলকেই অর্থায়ন বলা হয় ।
“অর্থায়ন হচ্ছে অর্থ ব্যবস্থাপনার বিজ্ঞান ও কলা” ।
অর্থায়নের প্রকৃতিঃ Nature of Finance
অর্থায়নের প্রকৃতি হচ্ছে মূলত অর্থায়নের কতগুলো সুনির্দিষ্ট বৈশিষ্ট্য । অর্থায়নের প্রকৃতি অর্থের সুষ্ঠু ব্যবহারের ওপর নির্ভর করে । কারণ প্রতিষ্ঠানের সর্বোচ্চ মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থের কাম্য ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হয় । অর্থায়নের প্রকৃতি বা স্বরূপ বিশ্লেষণ করতে গিয়ে অর্থনৈতিক কর্মকান্ডের মাঝে যেসব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা হলো-
১। আর্থিক পরিকল্পনা প্রণয়ন
২। বিনিয়োগ সিদ্ধান্ত
৩। অর্থ সংগ্রহ
৪। আর্থিক কর্মকান্ড
৫। অর্থের উৎস চিহ্ণিতকরেণ
৬। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ
৭। মুনাফা সংরক্ষণ ও বিতরণ
৮। বিনিয়োগ সিদ্ধান্ত বিশ্লেষণ
৯। আর্থিক ব্যবস্থাপনার জ্ঞান লাভ
১০। তারল্য ব্যবস্থাপনা
১১। তহবিল সৃষ্টি
১২। শেয়ার মালিকদের স্বার্থ রক্ষা
আর্থিক পরিকল্পনা প্রণয়নঃ
অর্থায়নের প্রাথমিক প্রকৃতি হলো আর্থিক পরিকল্পনা প্রণয়ন । বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ ও সম্ভাবনা বিবেচনা করে অর্থের প্রয়োজনীয়তা, সংগৃহীত অর্থের খাত নির্বাচন করে একজন আর্থিক ব্যবস্থাপক স্বল্প ও দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা প্রণয়ন করেন ।
বিনিয়োগ সিদ্ধান্তঃ
অর্থ বিনিয়োগের প্রাথমিক বিষয় বিশ্লেষণ থেকে শুরু করে চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা অর্থায়নের একটি বিশেষ কাজ ।
অর্থ সংগ্রহঃ
বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করে অর্থায়ন তার তহবিল সংগ্রহ করে । চলতি মূলধনের জন্য স্বলমেয়াদি এবং মূলধনজাতীয় বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদি গহবিল সংগ্রহ করে অর্থায়ন সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করছে । অর্থের উৎস-
ব্যাংক ঋণ গ্রহণ
বাণিজ্যিক পত্র ইস্যু
ক্রেতার নিকট থেকে অগ্রিম গ্রহণ
ব্যাংকের স্বীকৃতপত্র
জনসাধারণের নিকট শেয়ার বিক্রয়
জনসাধারণের নিকট বন্ড বিক্রয়
কোম্পানির সংরক্ষিত আয়
আর্থিক কর্মকান্ডঃ
অর্থায়নের মাধ্যমে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের বিভিন্ন আর্থিক কর্মকান্ড স্মপাদিত হয় ।
অর্থের উৎস চিহ্ণিতকরেণঃ
অর্থায়নের মাধ্যমে বিনিয়োগ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় । তাই বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহের প্রয়োজনীয়তা দেখা দেয় ।
বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণঃ
অর্থায়নের আরেকটি গুরুত্বপর্ণূ প্রকৃতি হলো যথাযথ বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহন এবং তা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা ।
0 Comments
Thank you for commenting