Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Types of Bank Account - ব্যাংক হিসাবের শ্রেণিবিভাগ

 

ব্যাংক হিসাবের শ্রেণিবিভাগ বা প্রকারভেদ II Types of Bank Account

 
Types of Bank Account

সমাজের বিভিন্ন ধরনের লোকেরা বাস করে । তাদের চাহিদা ও পছন্দ বিভিন্ন ধরনের । ফলে একজাতীয় হিসাবের মাধ্যমে জনগণের সব চাহিদা পূরণ করা সম্ভব নয় । তাই তাদের পছন্দ ও সুবিধা অনুযায়ী ব্যাংক বিভিন্ন প্রকার হিসাব খুলে থাকে ।   

Different types of people live in the society. Their needs and preferences are different. As a result, it is not possible to meet all the needs of the people through uniform calculations. So banks open different types of accounts according to their preferences and facilities.

 

Types of Bank Account

 

## চলতি হিসাব: দৈনিক কার্যদিবসে জমাকারী যে হিসাবের মাধ্যমে যতবার ইচ্ছা টাকা জমা ও উত্তোলন করে তাকে চলতি হিসাব বলে । আমানতকারীকে ব্যাংক কোনো প্রকার সুদ প্রদান করে না ।

   

চলতি হিসাব ২ প্রকার । যথা- ক. সাধারণ চলতি হিসাব  খ. বিশেষ চলতি হিসাব

 

ক. সাধারণ চলতি হিসাব:

যে চলতি হিসাবের মাধ্যমে গ্রাহক কর্মদিবসে প্রয়োজন অনুযায়ী অর্থ জমা ও উত্তোলন করে তাকে সাধারণ চলতি হিসাব বলে ।

 

খ. বিশেষ চলতি হিসাব

বিশেষ কোনো উদ্দেশ্যে যে চলতি হিসাব খোলা হয় তাকে বিশেষ চলতি হিসাব বলে । এ হিসাবে গ্রাহক সবসময় অর্থ জমা দিলেও নিয়মিত অর্থ উত্তোলন করে না ।

 

##সঞ্চয়ী হিসাবঃ

যে হিসাবে ব্যাংকিং সময়ে দৈনিক যতবার ইচ্ছা টাকা জমা দেওয়া গেলেও সপ্তাহে দু’বারের বেশি উত্তোলন করা যায় না তাকে সঞ্চয়ী হিসাব বলে । এ হিসাবে সামান্য সুদ দেওয়া হয় । ব্যাংক ভেদে ১০০০-৫০০০ টাকা দিয়ে এ হিসাব খুলতে হয় । সঞ্চয়ী হিসাব দই প্রকার –

 

ক. সাধারণ সঞ্চয়ী হিসাবঃ যে হিসাবে সাধারণত সঞ্চয়কৃত অর্থ জমা রাখা হয় তাকে সাধারণ সঞ্চয়ী হিসাব বলে । গ্রাহক কিছু বাধ্যবাধকতার ভেতর থেকে এ হিসাবের অর্থ উত্তোলন করতে হয় ।

 

খ. বিশেষ সঞ্চয়ী হিসাবঃ বিশেষ কোন উদ্দেশ্যে যে সঞ্চয়ী হিসাব খোলা হয় তাকে বিশেষ সঞ্চয়ী হিসাব বলে । কয়েকটি বিশেষ সঞ্চয়ী হিসাব যথা-

 

·         গৃহ সঞ্চয়ী হিসাব

·         স্কুল সঞ্চয়ী হিসাব

·         মহিলা সঞ্চয়ী হিসাব

·         শ্রমিক সঞ্চয়ী হিসাব

·         বিমা সঞ্চয়ী হিসাব

·         পেনশন সঞ্চয়ী হিসাব

·         পৌনঃপুনিক সঞ্চয়ী হিসাব

 

## স্থায়ী হিসাবঃ

যে হিসাবে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা জমা রাখা হয় এবং মেয়াদ শেষে লাভসহ উত্তোলন করা হয় তাকে স্থায়ী হিসাব বলে ।মেয়াদ পূর্তির আগে এ হিসাবের টাকা উত্তোলন করা যায় না । স্থায়ী হিসাব দু প্রকার যথা- 

 

ক. সাধারণ স্থায়ী হিসাবঃ সাধারণত  যে হিসাবে ৩ মাস থেকে ১০ বছরের জন্য অর্থ জমা করা হয় তাকে সাধারণ স্থায়ী হিসাব বলে । ব্যাংক এই হিসাবের গ্রাহককে একটি আমানতি রসিদ প্রদান করে (এফডিআর) । যা ভাঙিয়ে গ্রাহক মেয়াদ শেষে এর অর্থ সংগ্রহ করে ।

 

খ. বিশেষ স্থায়ী হিসাবঃ যে হিসাবের মাধ্যমে জমাকৃত অর্থ ৭ দিনের নোটিশে উত্তোলন করা হয় এবং নির্দিষ্ট হারে সুদ প্রদান করে তাকে বিশেষ স্থায়ী হিসাব বলে । এরূপ হিসাব মূলত বিশেষ চলতি হিসাবের অনুরুপ ।

 

## বিশেষ হিসাবঃ

 

ক. ঋণ হিসাবঃ ঋণগ্রহিতাকে সরাসরি ঋণ না দিয়ে ঋণগ্রহীতার নামে ব্যাংক একটি আলাদা হিসাব খুলে এবং ওই হিসাবে ঋণের অর্থ জমা করে । ঋণগ্রহীতা চেকের মাধ্যমে ওই অর্থ উত্তোলন করে তাকে ঋণ হিসাব বলে ।

 

খ. বৈদেশিক মুদ্রা হিসাবঃ যে হিসাবের মাধ্যমে বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিক বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণ করে তাকে বৈদেশিক মুদ্রা হিসাব বলে ।

 

গ. মেয়াদি বৈদেশিক মুদ্রা হিসাব

 

ঘ. অনাবাসিক বৈদেশিক মুদ্রা হিসাব

 

Post a Comment

0 Comments