চেক কি ও চেকের ধারণা এবং চেকের বৈশিষ্ট্যসমূহ II Cheque and Characteristics of Cheque
চেকের ধারণা Concept of Cheque
হস্তান্তরযোগ্য ঋণপত্রগুলোর মধ্যে চেক হচ্ছে সর্বাধিক প্রচলিত জনপ্রিয় বিনিময় মাধ্যম । আধুনিক ব্যাংকের পূর্বসূরি স্বর্ণকাররা তাদের কাছে আমানতকারীদের গচ্ছিত অর্থ ওঠানোর সুযোগ দেওয়ার জন্য উত্তোলন চিঠা সরবরাহ করত । এ উত্তোলন চিঠাই কালক্রমে চেক হিসেবে পরিচিতি লাভ করে । স্বর্ণকারদের উত্তোলন চিঠা থেকে পরবর্তীকালে Drawn Note – এ উদ্ভব হয় । কিন্তু ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকারকে সম্বোধন করে এ Drawn Note ব্যবহারে অসুবিধা সৃষ্টি হয় । এ অসুবিধা দূর করার জন্য মধ্যযুগে ইংল্যান্ডে আধুনিক চেকের উৎপত্তি হয় এবং কালক্রমে বিশ্বের সর্বত্র এর ব্যভহার জনপ্রিয়তা লাভ করে ।
Among the transferable bonds, checks are the most popular means of exchange. The predecessors of the modern bank, the goldsmiths, used to provide them with withdrawal letters to give the depositors the opportunity to withdraw their deposits. This withdrawal letter came to be known as a check over time. The withdrawal of goldsmiths later evolved into Drawn Note. But it is difficult to use this Drawn Note by addressing the bank manager or banker. To overcome this problem, modern Czech originated in England in the Middle Ages, and over time its use gained popularity throughout the world.
চেক কি? What is Cheque
চেক হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য ব্যাংকের প্রতি আমানতকারীর লিখিত নির্দেশনামা । আইন অনুযায়ী সবকিছু ঠিক থাকলে ব্যাংক যার অর্থ চাহিবামাত্র তাকে প্রদানে বাধ্য থাকে ।
A check is a written instruction of the depositor to the bank for payment of a certain amount. If everything goes according to the law, the bank is obliged to give him the money as soon as he asks for it.
ব্যাংক থেকে অর্থ উত্তোলনের জন্য চেক একটি নিরাপদ, সহজ ও জনপ্রিয় মাধ্যম । এটি একটি ছাপানো কাগজ যা সবসময়ই ব্যাংক কর্তৃক সরবরাহকৃত ও মুদ্রিত । অর্থ উত্তোলনের আদেশ দেওয়ার সময় চেকে আমানতকারী স্বাক্ষর করে ।
Checks are a safe, easy and popular way to withdraw money from banks. It is a printed paper which is always supplied and printed by the bank. The check is signed by the depositor at the time of ordering withdrawal.
চেকের বৈশিষ্ট্যসমূহঃ Characteristics of Cheque
চেক হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য ব্যাংকের প্রতি আমানতকারীর লিখিত নির্দেশনামা । চেক একটি হস্তান্তরযোগ্য দলিল হিসেবে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের অধিকার । যথা-
১. লিখিত আদেশঃ
চেকের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ব্যাংকের প্রতি মক্কেলের লিখিত আদেশনামা । চেক যথাযথ নিয়মে লিখে মক্কেল তার ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ বা চেকে উল্লেখিত পরিমাণ অর্থ পরিশোধের নির্দেশ দেয় ।
২. পক্ষঃ
চেকে কমপক্ষে দুটি পক্ষ থাকে । এরা হলো আদেষ্টা এবং আদিষ্ট । আমনতকারী হলো আদেষ্টা আর ব্যাংকে হলো আদিষ্ট । এছাড়া প্রাপকও চেকের একটি পক্ষ হতে পারে ।
৩. শর্তহীনতাঃ
চেক লিখিত ও শর্তহীন একটি আদেশনামা । চেকের মাধ্যমে আমনতকারী আদেষ্টা হিসেবে ব্যাংককে আদিষ্ট হিসেবে চেকে লিখিত পরিমাণ অর্থ পরিশোধের শর্তহীন নির্দেশ দেয় । আইন অনুযায়ী সব ঠিক থাকলে ব্যাংক সুনির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধে বাধ্য ।
৪. সুনির্দিষ্ট পরিমাণ অর্থঃ
চেকে অর্থের পরিমাণ কথায় ও অংকে লেখা হয়ে থাকে । এছাড়া সুনির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা হয় । নির্দিষ্ট পরিমাণ উল্লেখ ছাড়া চেক পাস হয় না ।
৫. তারিখঃ
চেকের ওপরে অবশ্যই তারিখ উল্লেখ করতে হয় । প্রস্তুতের তারিখ হতে একটি বৈধ চেকের মেয়াদ ১৮০ দিন বা ৬ মাস । ১৮০ দিন পর এই চেকের আর মেয়াদ থাকে না । তখন আর চেকের অর্থ ব্যাংক পরিশোদ করবে না । নতুন চেক প্রস্তুত করতে হয় ।
৬. স্বাক্ষরঃ
ব্যাংক হিসাব খোলার সময় গ্রাহক নমুনা কার্ডে যে স্বাক্ষর করেছিল ঠিক অনুরুপ স্বাক্ষর চেকে অবশ্যই থাকতে হয় । আমানতকারীর যথাযথ স্বাক্ষর ছাড়া ব্যাংক চেকের অর্থ পরিশোধ করে না । স্বাক্ষর ঠিক থাকলে যে কেউ অর্থ উত্তোলন করতে পারে ।
৭. উপস্থাপনঃ
যথাযথভাবে চেক পূরন করে যথাসময়ে ব্যাংকে চেক উপস্থাপন করতে হয় । নির্ধারিত সময় ব্যতিত ব্যাংককে চেক উপস্থাপন করলে অর্থ উত্তোলন করা যায় না । ব্যাংকের ক্যাশ কাউন্টারে চেক জমা দিয়ে অর্থ সংগ্রহ করতে হয় ।
৮. নির্দিষ্ট ব্যক্তিঃ
চেকের অর্থ যাকে পরিশোধ্য তার কিংবা তার আদেশে অন্য কোন ব্যক্তির কথা নির্দিষ্ট ভাবে উল্লেখ থাকতে হবে ।
৯. ছাপানোঃ
চেক বই ব্যাংক কর্তৃক ছাপানো হতে হয় । এটি ব্যাংক তার গ্রাহককে সরবরাহ করে থাকে ।
১০. চেকে পরিশোধ্য মুদ্রাঃ
চেকের অর্থ দেশের প্রচলিত মুদ্রায় পরিশোধ করতে হয় । অর্থাৎ ব্যাংকটি যে দেশে কর্মরত সে দেশের মুদ্রায় চেকের উল্লেখিত পরিমাণ অর্থ পরিশোধ করতে হয় ।
১১. পরিশোধকারী ব্যাংকঃ
গ্রাহককে যে ব্যাংক থেকে ইস্যু করা হয়েছে কেবল ওই ব্যাংকের শাখায় চেক উপস্থাপন করলে ব্যাংক চেকের অর্থ পরিশোধ করতে বাধ্য । তবে বর্তমানে অনলাইন ব্যাংকিং ব্যবস্থার কারণে অন্য শাখা থেকেও টাকা উত্তোলন করা যায় ।
১২. চেক অঙ্কনের অধিকারঃ
শুধু আমানতকারীই চেক অঙ্কনের বৈধ অধিকারী । অন্য কেই তা অঙ্কনের অধিকার রাথে না ।
0 Comments
Thank you for commenting