Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Letter of Credit - প্রত্যয়পত্র


 Letter of Credit in Foreign Trade – বৈদেশিক বিনিময়ে প্রত্যয়পত্র

 

 

বৃহদায়তন ব্যবসা – বাণিজ্য বেশির ভাগ দলিলপত্রের মাধ্যমে সংঘটিত হয় । এরূপ একটি গুরুত্বপূর্ণ দলিল হলো প্রত্যয়পত্র বা Letter of Credit সংক্ষেপে L/C বলা হয় । এ দলিলের মাধ্যমে ব্যাংক ক্রেতার পক্ষ হয়ে বিক্রেতাকে তার পন্যমূল্য পরিশোধের নিশ্চয়তা দিয়ে থাকে । আমদানি রপ্তানির ব্যবসায় অনেকটা এলসি এর উপর নির্ভর করে থাকে । ব্যাংক আমদানিকারকের পক্ষ হয়ে রপ্তানিকারকের পণ্যমূল্য পরিশোধের নিশ্চয়তা দিলেই কেবল পণ্য রপ্তানি প্রক্রিয়া সম্পন্ন হয় । 

Large scale business - Most of the trade is done through documents. One such important document is the letter of credit or L / C for short. Through this document, the bank assures the seller on behalf of the buyer to pay the price of the product. Much of the import-export business depends on LCs. The process of exporting goods is completed only if the bank assures the payment of price to the exporter on behalf of the importer.

 

 

প্রত্যয়পত্রের পক্ষঃ Parties of Letter of Credit

বর্তমানে বৈদেশিক বাণিজ্যে প্রত্যয়পত্র গুরুত্বপূর্ণ দলিল । অন্যান্য দলিলের মত প্রত্যয়পত্রেরও কিছু পক্ষ রয়েছে । যেমন- 

 

১ম পক্ষঃ প্রথম পক্ষ হলো ব্যাংক যে আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে মূল্য পরিশোধের নিশ্চয়তা স্বরূপ প্রত্যয়পত্র ইস্যু করে ।

২য় পক্ষঃ দ্বিতীয় পক্ষ হলো আমদানিকারক, যিনি ব্যাংকের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে প্রত্যয়পত্র সংগ্রহ করে ।

৩য় পক্ষঃ তৃতীয় পক্ষ হলো রপ্তানিকারক, যার অনুকূলে আমদানি কারক ব্যাংকরে মাধ্যমে প্রত্যয়পত্র খুলে থাকে । 

 

 

বিভিন্ন প্রকার প্রত্যয়পত্রঃ Different Types of Letter of Credit – L/C

 

প্রত্যয়পত্রের বিভিন্ন প্রকারভেদ রয়েছে । একেক প্রকার প্রত্যয়পত্রের কাজ একেক রকম । 

 

১। নিশ্চিত প্রত্যয়পত্র

৩। অনিশ্চিত প্রত্যয়পত্র

৩। দলিলযুক্ত প্রত্যয়পত্র

৪। দলিলমুক্ত প্রত্যয়পত্র

৫। নির্দিষ্ট প্রত্যয়পত্র

৬। ঘূর্ণায়মান প্রত্যয়পত্র

৭। খোলা প্রত্যয়পত্র

৮। স্থির প্রত্যয়পত্র

৯। অগ্রিম প্রত্যয়পত্র

১০। প্রান্তে লিখিত প্রত্যয়পত্র

১১। ভ্রমণকারীর প্রত্যয়পত্র

১২। ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র

 

১। নিশ্চিত প্রত্যয়পত্রঃ যে প্রত্যয়পত্রে ব্যাংক পণ্য রপ্তানিকারককে পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে থাকে তাকে নিশ্চিত প্রত্যয়পত্র বলে । এ জাতীয় প্রত্যয়পত্রে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে রপ্তানিকারককে পণ্যমূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করা হয় । 

 

৩। অনিশ্চিত প্রত্যয়পত্রঃ যে প্রত্যয়পত্রে ব্যাংক পণ্য রপ্তানিকারককে পণ্যের মূল্য পরিশোধের কোনো চূড়ান্ত নিশ্চয়তা প্রদান করে না তাকে অনিশ্চিত প্রত্যয়পত্র বলে । এরূপ ক্ষেত্রে ব্যাংক রপ্তানিকারককে কেবল সাধারণভাবে আশ্বাস দিয়ে থাকে ।

 

৩। দলিলযুক্ত প্রত্যয়পত্রঃ যে প্রত্যয়পত্রে এমন শর্ত থাকে যে, বিভিন্ন দলিল সহ জমা দিলেই কেবল ব্যাংক কর্তৃক বিলে মর্যাদা দেওয়া হবে তাকে দলিলযুক্ত প্রত্যয়পত্র বলে । এক্ষেত্রে বিলের সাথে সাধারনত বহনপত্র, বিমাপত্র, বাণিজ্যদূতের চালান এবং প্রভবলেখ প্রভৃতি দলিল সংযুক্তির কথা বলা হয় ।

 

Know more about bank cheque 

Post a Comment

0 Comments