Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Principles of Business Finance II ব্যবসায় অর্থায়নের নীতিমালা


 Principles of Business Finance

 

Principles of Business Finance

 

 

ব্যবসায় অর্থায়নের নীতিমালা

 

যে কোন কোম্পানির মূল লক্ষ্যে পৌছানোর জন্য অর্থায়নের নীতিমালা কলাকৌশল সম্পর্কে জ্ঞান লাভ ও তা যথাযথ প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ । অর্থায়নের নীতি সম্পর্কে জ্ঞান না থাকলে সুষ্ঠুভাবে অর্থায়ন কার্যাবলি সম্পাদন করাও সম্ভবপর হবে না । ফলে প্রতিষ্ঠানের কাঙ্খিত লক্ষ্য ও উদ্দেশ্যাবলি অর্জন ব্যাহত হবে । অর্থায়নের এ সব নীতি অর্থ সংগ্রহ, অর্থ বিনিয়োগ, আর্থিক ঝুঁকি এবং অর্থায়নের অন্যান্য কাজ সম্পাদনের সময় বিবেচনায় আনতে হয় । নিম্নে অর্থায়নের কিছু গুরুত্পূর্ণ নীতির ওপর সংক্ষেপে আলোচনা করা হলো – 

 

১। তারল্য ও মুনাফা অর্জন ক্ষমতার মধ্যে সমন্বয় নীতি

২। ঝুঁকি ও মুনাফা সমন্বয় সাধন নীতি

৩। পোর্টফোলিও বৈচিত্রকরণের নীতি

৪। অর্থের সময় মূল্য নীতি

৫। উপযুক্ততার নীতি

৬। নিট নগদ অর্থ প্রবাহনীতি

৭। ব্যবসায়িক চক্রের সমন্বয় নীতি

 

 

তারল্য ও মুনাফা অর্জন ক্ষমতার মধ্যে সমন্বয় নীতিঃ

 The principle of coordination between liquidity and profitability

 

যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগের মাধ্যমেই মুনাফা অর্জন করা হয় । অর্থাৎ মূলধন বিনিয়োগ না করে বা কমিয়ে তারল্য বৃদ্ধি করা সম্ভব । তবে তাতে লাভের পরিমাণ কম হবে । আবার সমুদয় মূলধন বিনিয়োগ করলে তারল্য কমে যাবে । তাই এমন পরিস্থিতিতে আর্থিক নির্বাহীগণ ব্যবসার তারল্য ও লাভ অর্জন ক্ষমতার মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সম্পদের ব্যবস্থাপনা করে তাকে । তাই তারল্যের সাথে ব্যবসার অর্জিত মুনাফার সম্পর্ক পরস্পর বিরোধী । কাম্য পরিমাণ তারল্য ও লাভ অর্জন ক্ষমতার মধ্যে সুষ্ঠু সমন্বয় অবশ্যই প্রয়োজন ।

 

 

ঝুঁকি ও মুনাফা সমন্বয় সাধন নীতিঃ

 Risk and profit coordination policy:

 

এ নীতির প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে, আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংগ্রহীত বিনিয়োগের ঝুঁকি ও মুনাফার মধ্যে সমন্বয় সাধন করে আর্থিক ব্যবস্থাপক আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করেন । কারণ অধিকাংশ আর্থিক সিদ্ধান্তই ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে গৃহীত হয় । এমতাবস্থায় বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের সময় এ নীতি বিবেচনায় আনা প্রয়োজন । যেমন- কোম্পানির আয় বৃদ্ধির জন্য অনেক সময় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হয় । সে ঝুঁকির পরিমাণ কি হবে তাও বিবেচনায় রাখতে হয় । যে সব বিনিয়োগে ঝুঁকি বেশি সে সব বিনিয়োগ থেকে বিনিয়োগকারী অধিক হারে মুনাফা প্রত্যাশা করে । তবে বেশি আয়ের আশায় বেশি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে মূলধন নষ্ট করা বুদ্ধিমানের কাজ না ।

 

 

পোর্টফোলিও বৈচিত্রকরণের নীতিঃ

 Portfolio Diversification Policy:


আর্থিক নির্বাহীগণ সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এ নীতি প্রয়োগ করেন । এ নীতির প্রধান বিষয় হচ্ছে, কোনো একটি বিশেষ প্রকল্পে অত্যধিক অর্থ বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে অর্থ বিনিয়োগ করে ঝুঁকি হ্রাস করা । কারণ ঝুঁকি ও অনিশ্চয়তা হ্রাসকরণ বিনিয়োগ সিদ্ধান্তে অপরিহার্য । যেমন- কোনো একটি সম্পত্তি মজুদপণ্যে প্রয়োজনাতিরিক্ত অর্থ বিনিয়োগ না করে ব্যবসার অন্যান্য প্রয়োজনীয় সম্পত্তি যেমন- প্রাপ্য হিসাবাদি, বাজারযোগ্য সিকিউরিটি ইত্যাদিতে অর্থ বিনিয়োগ করা উচিত ।

 

 

অর্থের সময় মূল্য নীতিঃ 

Price policy at the time of money

 

ব্যবসায়ের আর্থিক সিদ্ধান্তে অর্থের সময়মূল্য একটি গুরুত্বপূর্ণ বিষয় । সময়ের আবর্তনে অর্থের মূল্য হ্রাস পেতে পারে । আজকের ১০০ টাকা ৫ বছর পরের ১০০ টাকার মান এক নয় । অর্থের এ সময় নীতি ব্যবসা অর্থায়নের খুবই গুরুত্বপূর্ণ বিষয় ।

 

 

উপযুক্ততার নীতিঃ

 Principle of suitability

 

এ নীতির মূল বিষয়বস্তু হচ্ছে ব্যবসার চলতি সম্পত্তি স্বল্পমেয়াদি উৎস থেকে এবং স্থায়ী সম্পত্তি দীর্ঘ ও মধ্যমেয়াদি উৎস থেকে সংস্থান করা উচিত । উদাহরণস্বরূপ, ব্যবসার যে কোনো চলতি সম্পত্তি যেমন মজুদপণ্যের অর্থায়ন করতে হলে এ নীতি অনুযায়ী অবশ্যই তা স্বল্পমেয়াদি কোনো উৎস যেমন- বাণিজ্যিক ব্যাংক থেকে ব্যবসার অর্থায়ন করা উচিত । অন্যদিকে ব্যবসার কোনো স্থায়ী সম্পত্তি যেমন- জমি, যন্ত্রপাতি প্রভৃতির জন্য অর্থায়ন দীর্ঘ বা মধ্যমেয়াদি যে কোনো উৎস থেকে যেমন- আর্থিক প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ঋণ, বন্ড শেয়ার বিক্রয় ইত্যাদির মাধ্যমে অর্থায়ন করা উচিত । 

 

 

নিট নগদ অর্থ প্রবাহনীতিঃ

 Net cash flow policy

 

কোনো বিনিয়োগ সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য মূলধন ও বিনিয়োগকৃত মূলধন থেকে প্রত্যাশিত আয়ের পরিমাণ যথার্থ হওয়া উচিত । এ নীতি প্রয়োগের ফলে সম্পদ বৃদ্ধিকরণের সংখ্যাগত ও গুণগত প্রভাব এবং ঝুঁকি ও অনিশ্চয়তা একসংগে বিবেচনায় আনতে হয় ।

 

 

ব্যবসায়িক চক্রের সমন্বয় নীতিঃ

 Business Cycle Coordination Policy:

 

এ নীতি অনুযায়ী প্রতিটি অর্থায়ন সিদ্ধান্ত গ্রহণের সময় ব্যবসায় চক্রের সাথে সমন্বয়ের বিষয়টি বিবেচনায় আনতে হবে । কারণ ব্যবসায়িক চক্র এবং অর্থায়ন সিদ্ধান্ত পরস্পরের ওপর প্রভাব বিস্তার করতে পারে ।

Post a Comment

0 Comments